রাত্রি শেষে তোমায় যখন
মানুষ ভাবি অন্য
তুমি তখন মানুষই নেই
মানুষ নামে বন্য!