পূণ্য তোমার অযুত থাকুক
গোলায় থাকুক ধান
মায়ের চোখে ঝরলে অশ্রু
কিসের পূণ্যবান?
যার হাতে দিক দৃশ্য দেখা
এই প্রকৃতি চেনা
দেশের আলো বায়ুর মতই
ফুরাবে না এর দেনা।
ফুরাবে না অনেক কিছুই
পাচ্ছি যা না চেয়ে
মা ও মাটির এই প্রতিদান
তুষ্ট আমি পেয়ে।