সত্যি করে বল তো তখন
চোখের কোণে জল কী ছিল?
আমার মুখে অন্ন তুলে
তোর পাতেতে বল কী ছিল?
জলপটি এই কপাল জুড়ে
বুঝতে আমি পারিনিতো,
ঘোরের মাঝে তোর মুখে সে
চিন্তা কেন ভারি ভীতো?
রাত জুড়ে এক কালো আঁধার
তোর ঘুম সে করে সাবাড়,
সবাই ঘুমায়, তুই একা কেন
জাগিস এমন বারবার?
সবাই যখন যার মতো সেই
আরাম কী তোর দৈন্য?
আমার সকাল দুপুর জুড়ে
তোর ছোয়াতেই ধন্য।