লোকে লোকে কথারঙ্গে বিষম বাহার
কোন কথা পড়ে কই নেই কারো ধার!
তুড়ি মেরে ঘুড়ি ছাড়ে যা ইচ্ছে তাই
চায়ের দোকানে এর পসরা সাজাই।
কার মামা বড় জামা পরে গেল ঢাকা
গবেষণা করে চুল হয়ে গেল ফাঁকা
তবু এর শেষ নেই আর কত চলবে
থামাতে এসে শেষে সেও কিছু বলবে!
এই রেশ উঠানে ও ঘরের বালিশে
ঝগড়া বিবাদ মেটে ব্যথা মালিশে!
লোকে লোকে পান থেকে চুন খসলে
রাষ্ট্র হবে কথা আড্ডাতে বসলে।
কথায় কথা বাড়ে, কে দেবে ছেদ?
ছোট এই ভয় থেকে বাড়ে যে বিভেদ।
কাজ নেই বলবে যে তার ও নেই কাজ
অধঃপতন এইভাবে হচ্ছে সমাজ।
ছন্দ: অক্ষরবৃত্ত ( মাত্রা ১২)