অনেক চেনা ইছামতির তীরে
দৃষ্টি পলক লুকিয়ে গেছে ফিরে
পাইনি দেখা, যা পেয়েছি তার
তাতেই কথা শেষ হয়নি আর।
বলছি সখা কোন তীরে সে ঘর
তোমার মতো দাড়িয়ে পরস্পর?
সেথায় কী গো সাতরে যেতে হয়?
বলতে পারো আমার তাতে ভয়?
ধরবে না ঠিক দস্যি ভেবে ভেবে
এক দুপুরে আমায় কুটুম নেবে?
এই দেখোনা কোরচ ভরা মাছ
জিরিয়েছি যেথায় ছাতিম গাছ
তোমার বাড়ি ঐ যেখানে সাকো
মায়ের সাথে একলা তুমি থাকো?
আমার বাড়ি চিত্রা নদীর পাড়ে
তুমি কোথা? বাংলাদেশে না রে?