শীত যেন কনকনে
মুড়ি মোয়া কুড়মুড়
রোদ্দুরে খেতে বসে
লেগে যায় হুড়মুড়।

দাদু আর দিদাদের
এই নিয়ে শোরগোল
বলি ওরে দাদু ভাই
এইবার হাত তোল।

জানি তোর লাভ নেই
দাঁত মুখে ফাঁকা যে
মোয়া খেতে বললেই
দায় বাড়ি থাকা যে!