একটা মোরগ কুককুরুকু
ডাকলে কী ভোর
সূর্যোদয়?
খোকাখুকু কুচকে ভুরু
খুলবে কী দোর
সেই সময়?
যেই সময় উঠোনময়
শিউলি বকুল
গন্ধ দে
চিৎপটাং গুটিয়ে ঠ্যাং
ঘুমের ঢুল
বন্ধ দে!
আকাশ ছেয়ে দেখনা চেয়ে
যাচ্ছে মেঘে
কোন গাঁয়ে?
তোর জাগাতে জাগবে পাড়া
ঝড়ের বেগে
তোর বায়ে।