কুয়াশা মোড়ানো সে ছবিময় দীপা
খবর রাখিনি আমি এই এতো দিনে
কেমন আছো তুমি বলোনা স্বজন?
কাঁচপোকা খচখচ করে সুখ কিনে!
তুমি আর আমি মনে কত কথা বলি
এবার ক্ষান্ত দাও ক্ষান্ত দাও দীপা
বলোনা স্বজন এই কষ্ট জলাঞ্জলি
বুকের গহীনে প্রেম হয়ে আছে কৃপা
কাঁচপোকা খচখচ আর কত সয়!
কুয়াশায় ঢেকে যায় চেনাজানা পথ
কৃপা নয় যত ভয় আরো যে হয়
একা হয়ে গড়ছি এযে অন্য জগত।