কুয়াশামগ্ন ভোর চারিপাশে যতো
প্রতিদিন কেঁদে কেঁদে হয় আশাহত
আমি বলি আর কত এই অভিনয়?
কলজে কাবাব করে ভয় ভয় হয়!
এসো আজ কথা বলি, চা খেতে খেতে,
সবকিছু ভুলে যাই, যেতে যেতে যেতে।
আবার ও স্বপ্ন বুনি, খুনি হয় প্রেম
শেষমেষ এইভাবে মন হারালেম।
সবহারা হতে বাকি, তবু আছে আশা,
মনের দুয়ারে কাঁদে, সেই ভালবাসা।
খুন ঝরে হৃদয়ের ভাললাগা পেলে,
বন্দী সে যাবে কই? মরবে কী জেলে?
অবুঝের ঠিকানাটা লিখে রাখো মেঘ,
চা খেতে এসো কিন্তু পুরনো আবেগ।।