কতো কথা বলে যায়
যে বলার নয়,
ততো টুকু রয়ে যায়
যা চলার নয়।

তবু দাম বেড়ে যায়
যা বাড়ার নয়,
বড় নাম ছেড়ে যায়
যা ছাড়ার নয়!

কিছু কথা রয়ে যায়
চিরকাল ধরে,
লোকে কথা কয়ে যায়
টক ঝাল করে!

টকঝাল মিষ্টির স্বাদ
তেতো যদি হয়
এই দেশে বহু বেশে
জাগে বিস্ময়!

ছন্দ স্বরবৃত্ত ( প্রতি চরণে দুটি পর্ব ৪+৪=৮)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে