কোথায় আছো বলো?
সারাক্ষণ ব্রতচারী নিমগ্ন মায়াবী চোখে
আর কত চেয়ে চেয়ে সময় হারাবে তুমি?
অদ্ভুত তাড়নায় বিদগ্ধ আত্মার গ্লানিবোধ নিয়ে
অনুশোচনায় মায়ার কাছে
কত আর সময় হারাবে তুমি?
আর কত সময় হারাবে তুমি?
কোনো কান্নার হিসসা নিতে নয়
নতজানু চেয়ে থাকা তোমার দুচোখ বলো
কতটুকু ছুঁয়েছে কাল রাত্রির বিরহ দেনা?
শুধু এসব দেনা মেটাতে
ভুল মায়ার কাছে তবুও ভুলে
কতকাল সময় হারাবে তুমি?
আর কত সময় হারাবে তুমি?
একদিন হিসেবের খাতা মেলাতে
শেষ হলে সময়ের সব লেনদেন
একটু একটু গ্লানি, একটু একটু রাগ
সব মিটে গেলে পরে
ভুল মায়ার কাছে সব কী ফিরে পাবে?
আমাকে পাবে না তুমি!
আমাকে পাবে না তুমি।