মাঘের বাতাস দুরন্ত খুব ঘূর্ণি চালে দোলে
কনকনে শীত উপুড় যেন ঠান্ডা হয়ে ঝোলে।
হাওয়ার কাছে এই মিনতি ফাগুন কেন দূর?
একটু ঘুরি এদিক ওদিক কোথায় যে রোদ্দুর!
রোদ্দুরে রঙ পাইনি খুঁজে ধুম কুয়াশায় ঢাকা
ঘাসের বুকে পাতার ভাজে অন্য ছবি আঁকা।
এই ছবিতে ফাগুন খুঁজি, পাখির গানের সুর
ঝিঁঝি পোকার ঘুমের পাশে ঝাঁপটানো রোদ্দুর।
খুঁজতে গিয়ে যার দেখা তার নাম শুনেছি কত!
মুখ বাড়িয়ে বলে সে কি দেখতে আমার মত?
প্রশ্ন শুনে যেই ফিরেছি, কলা পাতায় জ্বর
হিমবুড়ি ঠিক আগের মতই কাঁপছিল থরথর।
বলি তোমার নাম শুনে কী লজ্জা পেলে নাকি?
বলল, আমি নই যে মোটেও, সে তো জোনাকি।
আমার সাথে দল বেঁধেছে লুকিয়ে কুয়াশায়
লজ্জা নুয়ে পড়ে শিশির তার কে প্রমাণ চায়?
ঠিক আছে ভাই, যতই বলি জড়ায় বায়ু এসে,
লেপে লেপে ঘুমাই তখন অনেক ভালবেসে।