কর্তা সেজে ভর্তা বানায়
এমন বহু লোকে,
লুকিয়ে ছুরি দিব‍্যি শানায়
এই সমাজের চোখে।

মানুষ তখন অন্ধ হয়ে
গন্ধ বাতাস সয়ে সয়ে
পথ বিপথে,
জেল হাজতে
পঁচবে শোকে শোকে।