বুদ্ধিতে ধার লাগবে না যে
বলছি খুড়ো ঠিক কিনা?
অমনি খুড়ো চেচিয়ে হাকে
এটা কথার দিক কিনা?
আড়াল থেকে বলছে কেউ
মাথায় কী পিঁপড়ে দুটো?
অমনি খুড়ো চেঁচিয়ে কয়
সামনে আয় খুলবো ঝুটো!
ব্যাপারটা শেষ এই দাড়ায়
কিচ্ছুতে রাগ মিটছে না তার
গুনেই দেখো আর এ পাড়ায়
খায়নি খুড়োর দৌড় কে আর?