রাজ্য শিকেয় বিবেক বিকেয় ফল পেয়েছি এই
ডুবতে থাকা এই আমাদেরই বিবেক কিছু নেই!
ভুল করে চুল ছেড়ার রাজা আমরা সকলেই
দোষ হবে কেন? আমরা আগের মানুষ এখন নেই!
লিখতে গেলে কলম ভাঙে তাই ছেড়েছি লেখা
মানুষ হবার দায় ছেড়েছি, কার পড়েছে ঠেকা?
এখন আমি মুক্ত মানুষ,বন্দী করি পাখি
মুক্তি মুক্তি নাটক করে সিরিজ ছবি আঁকি।
সেই ছবি যায় পুরস্কারে রাজ্য তালিকায়
পেপার জুড়ে আমার ছবি, এখন কে আটকায়?
আটকে শুধু দেশের মানুষ, আটকে পেঁয়াজ নুন
ভেতর ভেতর লক্ষ মানুষ ক্ষুধার তোড়ে খুন।
আর খুনি ঐ ঘুমোয় অঘোর, দুবাই বেগম পাড়া
আমরা ভোটার, গরীব কোটার আজও ছন্নছাড়া!
ছন্নছাড়ার দোষ দেবে দাও, কেয়ার করে কে?
তুমি ও এসো মানুষ হবে মনের বিবেক থেকে।
বিবেক যদি না জাগে থাক, ঘুমিয়ে তুমি থাকো
উন্নয়নের নাটক করে সিরিজ ছবি আঁকো।
ছন্দ: মাত্রাবৃত্ত ( প্রতি চরণে মাত্রা ১৮)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে