খুুঁজতে গিয়ে হলুদ পাখি
পাখির বাসা,
পেলাম পাখির ডাকাডাকি
ছোট্ট বাসা।
যতই বলি হলুদ পাখি
কোথায় গেলে?
আমায় যেন চেঁচিয়ে বলে
দুষ্টু ছেলে।
পাতার ফাঁকে লুকোচুরি
কতো গানে
খুঁজতে এসে বুঝছি এখন
কেন টানে!
ছন্দ: মাত্রাবৃত্ত (মাত্রা প্রতি চরণে ৮+৪৮+৪)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে