শুনে শুনে পুরোটা বই করে মুখস্ত
ও পাড়ার জয়নালে করে বন্দোবস্ত
কী দরকার ইস্কুল, নামি দামি কলেজের?
আছে কে এ তল্লাটে তার মত নলেজের?
কিছুদিন পরে ঠিক এক বড়ো বাহাসে
জয়নাল যা বলে তা নিয়ে লোক হাসে!
মনে রাখা জয়নাল সব ফেলে গুলিয়ে
বত্রিশ পাটি দাঁত রাখে যেন ঝুলিয়ে।
ধমকের সুরে বলে মকবুল চাচা,
সব পারো তবে কেন অংকেতে কাঁচা?
একটু ধরো দেখি ইতিহাস পড়া!
ইতিহাস যেন তার ব্রেকফেল ছড়া!
যা বলে বাংলা বা বিজ্ঞানে মিশিয়ে
জয়নালে ইনিয়ে চলে জ্ঞান বিষিয়ে।
যা বুঝার বুঝে লোকে, এ বিদ্যার জট!
অবশেষে বোকা বেশে জয়নালে কট।