কিসের বলো ভেল্কি এতো
তপ্ত রসে ক্ষীরের মালাই,
যত স্বাদের তাদের মতো
অভিনয়ের দীপ জ্বালাই।


কত লোকের জুটবে বাহা
কথায় ঝরে যাহা মধুর
মিষ্টি আহা সৃষ্টি আহা
কথায় রসে টুইটম্বুর।

ভাবতে পারো এসব লোকের
ছুটবে কথার তুবড়ি কতো?
কে থামাবে এসব লোকের
ভেল্কিবাজি যা যত!