গোপনে ভাব হয় পিওন আর বস যে
তাই কেউ বোঝেনা, পতন ও ধস যে।
ফাইলের চালাচালি ইশারায় আটকায়
ঘুষ বিনে হারাবে, গলে যাবে জাটকায়
ক্ষমতা ও তদবির মিশে এই টোটকায়
চুষে নিয়ে রক্ত, কত ঘাড় মটকায়
আরো ঘাড় পেতে দিতে লোকে নামে রাস্তায়
জানে এর প্রতিকার, তবু জেনে পস্তায়।
সস্তায় আলু কিনে, মারে তেল ঝেড়ে
এই বেশ ভাল বলে, হাত নেড়ে নেড়ে।