খামোখা প্রশ্নে খোকা যতো দেবে টান
দাদুর ততো গল্প জমে মুগ্ধ জবান
এমনি মজার সে যে, এতোটা দারুণ
গল্পে সে কী টান মারে নিয়ে পানে চুন!
যদি বলি তাঁরারা কী আকাশের চোখ?
দাদু বলে, আগে শোনো গল্পটা হোক।
একদিন আকাশেতে বাঁধা হলো মেঘ
বৃষ্টির ঝাঁপি খুলে দেখো কী আবেগ!
বকলেই কেঁদে কেঁদে ঝরাবে সে জল
কে তারে এতো বকে করে কোলাহল?
যখনি সে বিজলিটা দাঁত হি হি করে!
মেঘ দেখো ভয়ে ভয়ে বৃষ্টিতে ঝরে!
দাদুর এই কথাতে খোকা হেসে মরে
মেঘ ভয়ে ভয়ে শেষে বৃষ্টিতে ঝরে?
তুমি ও রাতভর ভয়ে জড়ো হয়ে
ভূত ভেবে আঁধারে মাকে ধরো ভয়ে।
দূর দাদু তুমি শুধু এই বলে বলে,
ক্লাসে আছে প্রেস্টিজ? সবি গেছে চলে!
ক্লাসে চলে খোঁচা ঢের, ভীতু আমি খুব?
ব্যাপারটা দাড়ালো শেষে আমি বেকুব?
আর যদি ওদের ভয় পাওয়া দেখো?
হেসোনা, শোনো দাদু, এই কথা লেখো।
বলোতো সে মেঘগুলো কালো কেনো হয়?
হি হি করে হাসে দাদু, খুব বেশি ভয়?
লাল, সাদা, নীলে মিশে সাত রঙে মাখে
সূর্যের সাথে ও কী দোস্তিটা রাখে?
না দাদু, সূর্যের সাথে এতো আড়ি,
খুঁজে কভু পায়নাতো তাই নিজ বাড়ি।
ভয় পেয়ে শেষমেশ ঝরে পড়ে তলে
এতো সব সাধারণে বৃষ্টিটা বলে।
এই দেখা সাধারণে মেঘমায়া বলে
বলো দাদু রঙধনু? কী সে তাহলে?
চললাম তারি সাথে পথ হেটে হেটে
গল্পের ক্ষুধা যেনো একটু না মেটে।
চাঁদ তারার আকাশে স্বপ্নটা বুনি
পদ্যের মৌমাছিরা চলে গুনগুনি।
১৭/১১/২০২১
ছন্দ: মাত্রাবৃত্ত, প্রতি চরণে ১২ মাত্রা
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে