" কেমন
আছি "
মুনীর আল মুসান্ন
-----------------------
কেমন আছি বলবো পেলে
আমার কেমন সময় জোটে নাতো
এই মৌসুমে বলতে গেলে
সবাই বলে হাত পাতো হাত পাতো।

তোমার জন্য ফুলের ডালায়
এই দেখোনা সজ্জা কেমন ধারা,
অলীক বুঝি নাটক পালায়
ধরা পড়ে এই অভিনয় ছাড়া!

কেমনে পারো এমন তরো
সত‍্যি বলো মন কী দিছে সায়?
এই এতোটা এমন করো
তবু খুলে রাখি শিকল দরজায়।

---------""-----"""-----------

গেঁয়ো পথ মেঠো পথ
হেঁটে দেখলেম,
কেউ কিছু বোঝেনা
কী মাই নেম!

যদি বলি ওয়াটার
সর্দি পায় তার
ঘেটে ঘেটে বলি আর
লোকে বলে ছার ছার!