শীতের আমেজ কেন চোখ রাঙালি?
খেজুরের রস খাবে কাঠবিড়ালী
মুড়ির মোয়া যেন সে মাখা কুড়মুড়
পিঁপড়ে চায় খেতে ফোঁটা ফোঁটা গুড়
দলবেঁধে একসাথে উঠে যায় গাছি
খবরটা পেয়ে খুশি মধু মৌমাছি।
গুনগুন করে গায় কত শত ভোমরা!
কাড়াকাড়ি করে শিশু কঁচি চোমরা।
বাদুরের ঝোঁক ও বাড়ে মিষ্টি রসে
প‍্যাঁচার চেচামেচি যে ঝগড়ায় বসে
সর্ষে ফুলের ক্ষেতে হলুদেরই দাগ
ডালে ডালে পাখিদের কত অনুরাগ!
জীবনের সে রঙ জাগে সর্ষে ক্ষেতে
এই গাঁয়ে পথ ও শেষ হয়না যেতে!


ছন্দ:  অক্ষরবৃত্ত ( প্রতি চরণে মাত্রা ১০)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে