ভাবালুতার মোড়কে শৈশব ও যৌবনের
দারুণ গন্ধ আছে এক অনন্য আদিম,
তেমনি জীবন আমার।
রোজকার,
আগেকার অথবা সবদিন একাকার
এমন অন্তত আমার জীবন এখন দারুণ মিশেল।
তুমি বিশ্বাস করো, কাটা পাহাড়ের মগ্নতা আমাকে আজও কত যে টানে!
ভাবতাম, আমিই শুধু ভেবে ভেবে শেষ হয়ে যাই বৃথা!
এখন দেখি আমার ও আছে অগ্রজ।
যারা ভাবে।
সুন্দরের মনে।
জীবনের এই সুন্দর জীবনের
সাথীরা সবাই আমার স্বপ্নে বসবাস আজ।
ফুড়ুৎ করে পাখির মতো ওড়াউড়ি।
ডালে ডালে।
পাতায় পাতায়।
হলুদ, নীল অথবা মিশেল।
অবারিত অগ্রযাত্রায় আমার
তাইতো দিন ফুরায় না।
কতবার ছুটে যাই।
কখনো দেখা হয়।
কখনও হয় না।
অপরিচিত মুখের ভীড়ে প্রতিদিন স্বপ্নে এভাবেই আমার দুরন্ত শৈশব হারিয়ে ফেলি!