কাছের মানুষ ভুল কী হবে চিনতে?
টাটকা জিনিস ভুল কীহবে কিনতে?
চোখের বালি পড়বে ঝরে জলে
অসময়ের জীবন কথা বলে!
রোদের পরে ছায়ার অনেক কাছে
মিষ্টি যেমন লুকিয়ে গোপন আছে
এক বিপদে বন্ধু তোমার রূপে
অজানা রূপ জাগে চুপে চুপে!
ছল করোনা, ছলই হবে ফল
ভুলের খোঁজে পাবে না তার তল
তবু তলের চলে যদি খোঁজ,
ছায়ায় পিছে ঘুরতে হবে রোজ।