কাঁচপোকা খচখচ করে অবেলায়
দুমড়ে কষ্টেরা বুকে শ্বাস ফেলায়।
খুঁজে খুঁজে গুজরান গোপন বয়ান
করে যায় তার কোন অদৃশ্য টান।
আমি জানি নিয়ত এ আমার ক্ষত
সামনে এসে অপমান করে সতত।
যা বুঝার বড় বেশি এক ইশারায়  
শরণার্থী প্রেম তার যতটুকু দায়।
শানাতে পারে তীরমাখা বিষফোঁড়
ডুবাডুবি করে যাচ্ছি বোকা ভোদড়!
যে শানায় তার টান এই আত্মায়
একটু অবিশ্বাসই নোনা জলে যায়!
যখন জেনেছি প্রেম সে আমার নয়
খুঁজে কী যাচ্ছি ভুল আত্মপরিচয়?


ছন্দ : মাত্রাবৃত্ত ( মাত্রা  ৪+৪+৪= ১২)