দেবদারু কাকতাড়ুয়া তোরা মাসতুতো ভাই?
সারাক্ষণ দাঁড়িয়ে কী পাস খুঁজে ছুতোটাই?
রোজ দেখি দাঁড়িয়ে
পাতা হাত বাড়িয়ে
ভয়ে ভয়ে কাঁপে বুক, দিস কেনো গুতো ভাই?

সাঝবেলা ঘুম নেমে, এলোমেলো হলে গাঁ
ভয়ে ভয়ে তোর বুঝি ঘুম মোটেই আসে না?
তোর ও কী মাস্টার
হাতে নিয়ে ডাস্টার
নামতার পড়া ভুল হলে রোজ কান মলে না?


ইংরেজি হলে ভুল তোরে দেয় কে গুতো ভাই?
ভয়ে যদি বুক কাঁপে হাত দুটো মুঠো তাই?
বাতাস পেয়ে ফরফর
বুক ভেঙে জরজর
রোজ বুক চিতিয়ে চলবে কতো এ লড়াই?

ছন্দ- মাত্রাবৃত্ত ( মাত্রা ২+২+২+৩+৩=১২ এবং  ছোট লাইন ২+২+২=৬ এবং ৩+৩=৬)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে