এমন যুবা যুবা মন
যদ্দিন না লাগে গ্রহণ
খুজবার চাও খুজিও
বুঝবার চাও বুঝিও
খুলে দিয়ে অন্দরমহল
ন করো ষোলকলা ছল
ভাসবার চাও ভাসিও
আসবার চাও আসিও।
এমন যুবা যুবা মন
যদ্দিন না লাগে গ্রহণ
চিডিত ন পুরে আশা
গুমরে কাঁদে ভালবাসা।
কইওরে যত যারে কই
শরমে মুখ ঢাকে সই
কার লগে যাও ঢাকা
যুবা মন এখনো ফাকা!