কান্না গুলো রাত্রি করে আসে
লুকানো শোক জমিয়ে আঁধার নামে
মনটা তখন মা মা শোকে ভাসে
আমার উঠান লিখে এসব খামে।

কোন ঠিকানা বাবার জানা নাই
সেই কাহিনী রোজই বিধে বুক
কান্না কেন চোখের কোণে ঠাই?
যতই খুজি কোথায় আমার সুখ?

সুখ বলে সুখ বাবার লুকোচুরি
দেখতে গিয়ে আমি ও হারিয়ে
মা মা শোকে বিধে বুকে গিয়ে
বয়স বাড়ে একশত উপচিয়ে!