জল পড়েনা
জল গড়ায়
শিশির ঝোলে
লাউ ডগায়।

তাল না পেয়ে
বেতাল পাড়ায়
পুঁই মাচায়
রঙ দাঁড়ায়।

কুড়িয়ে বেল
বহুত আতেল
জানায় মেল
কেমন আক্কেল!

ঠুনকো দোষে
ছোট্ট ব‍্যাপার,
এসব নিয়ে
লাভ কী ক্ষ‍্যাপার?