জব্বর খবরে যত লোক যায় ভড়কে
দরকার নেই তবু হাটে কেন সড়কে?
হুজুগের সুযোগে এলে কিছু কবজায়
চেরাগের দৈত্য হাতে যেন এসে যায়।
এই নিয়ে সকলেরই আগ্রহ বিস্তর!
ফুলে ফেঁপে বড়লোক হতে চায় তরতর।
কষ্টের চেয়ে যদি ফলে যায় চালাকি
ভাবখানা এইবার ধরা দেবে সেই পাখি।
আজগুবি এসবের চেষ্টায় গল্প
ফুলেফেঁপে বড় বলে ফল তার অল্প।
অল্প সেই গল্পের পায় এতো ঢঙ্গে,
হুজুগের লোক ভরা সারা এই বঙ্গে।

আচানক খবরে কতো লোকে ভয় পায়,
বেহুদা কথা বাঁধা পড়ে জড়তায়?
হুজুগে সুযোগ এলে কিছু কবজায়
চেরাগের দৈত্য হাতে যেন এসে যায়!
সকলের এই কাজে আগ্রহ যে বিস্তর!
বড়লোক চায় হোক ফুলেফেঁপে তরতর।
বোকা লোকে সেজে যদি করে চালাকি!
ভাবখানা এবার ধরা দেবে সেই পাখি।
একটুতে বেচে দেশ মাটির এ নীতি ঘৃণ্য
পাল্টে প্রতি ক্ষণে, আড়ালে রূপ ভিন্ন।
সবলোক সুযোগে ফাউ চাবে মারতে
এইদেশে জিতে বেশি, কেউ চাবে হারতে?
এই নিয়ে দেখি যতো ঢং আজগুবি গল্প
ফুলে ফেঁপে বড় বলে ফল তার অল্প।
অল্পটা গল্পে বেশি পায় এতো ঢঙ্গে,
হুজুগের লোকে ভরা সারা দেশ বঙ্গে।