দিব্যি দিলি খোদার নামে, দিব্যি দিলি চোখে
বুঝলিনা এই জবান পুড়ে, কখন গেলো বখে?
কখন গেলো আঁধার নেমে,একটু ছায়া মেঘে
বৃষ্টি কিছু মুছতে পারে পাপের ছোঁয়া লেগে?
পাপের ছোঁয়া দিব্যি রেখে কুরে কুরে খায়
বলতে পারার দুঃখ জমে বুকের সমতায়।
বুকের মধ্যে ধড়ফড় করে যখন অন্য কেউ
কপোতাক্ষ শত্রুতামির বাড়িয়ে তোলে ঢেউ।