দিব্যি দিলি খোদার নামে, দিব্যি দিলি চোখে
বুঝলিনা এই জবান পুড়ে, কখন গেলো বখে?
কখন গেলো আঁধার নেমে,একটু ছায়া মেঘে
বৃষ্টি কিছু মুছতে পারে পাপের ছোঁয়া লেগে?
পাপের ছোঁয়া দিব্যি রেখে কুরে কুরে খায়
বলতে পারার দুঃখ জমে বুকের সমতায়।
বুকের মধ্যে আঁচড় কাটে যখন অন্য কেউ
কপোতাক্ষ শত্রুতামির বাড়িয়ে তোলে ঢেউ।
ঢেউ ভেঙে দাপিয়ে ফেরা শান্ত হলে পরে
বুকের মধ্যে মনের গহীন কেমন যেন করে
খুঁজবি কারে বুঝবি যখন কান্নারত চোখ?
যে ধরালো এই হাহাকার তার জন্য শোক?
তার জন্য জমানো বুক, হাহাকারের ক্ষত
এতো কেন ডুকরে ওঠো, চাপড়ে আমার মতো?
আমার জবান মুক্ত জবান, শিকলখোলা জেল
চলছে এবং চলবে জেনো আন্তঃনগর মেল।
ছন্দ: স্বরবৃত্ত (প্রতি চরণে মাত্রা ১২)