ইচ্ছে ডানা মেলেনি স্বপ্নে
দুই চোখে দূরদেশ
এসো রাত্রি, বর্ষা মুখর
হবে গেয়ে সুর শেষ!
দুই চোখ বুজে, একাকী তোমার
ব‍্যর্থ দিনের খাতে
দেখেছি দিব‍্যি দাঁড়িয়ে সটান
হিংসেরা গজরাতে।


তখনো হিসাবে বড় গড়মিল
কাটাকুটি কত পাতা!
বৃষ্টি মিলাবে স্মৃতির ঝাপিতে
জীবনের খেরোখাতা।
এই রাতও যাবে পুরানো সেই
কষ্টের আখি জলে?
ভয়ে পোড়াবে পোড়া পোড়া মন
আসে নাতো কৌশলে।

তবু বৃষ্টির মিনতি তোমার
চাপা কোনো উদ্দেশ?
হতাশার বায়ু দেবদারু গাছে
লুকায় শোকের বেশ।
ভুল ভুল মন জাগায় মনন
প্রজ্ঞা তোমার দ্রোহে,
এইবার বলো খোলসের বেড়া
ছিড়ে ফেলে বিদ্রোহে।

আমি ও ছিলাম এই বেশে নয়
ছিল ঠিক পরিচয়,
বেঈমানী ঘাম ঝরিয়ে বোধের
তুলবোই যত ক্ষয়।