ঝুলতে থাকে অধীর কোন
দেশের মানুষ চেনেই না যে
তারেই যখন নেতার আসন
দিলে তবে আসবে কাজে?
এম্নি তরো বুদ্ধি এটে
পোস্টারে যেই ছবি সাটে
এই এতো বুদ্ধি বেটে
কিচ্ছু হবে বয়েস ষাটে?
ষাটের কোটা যাবে যাবে
নাকের ডগায় চশমা নেমে
টাকলু রাজা টানবে গাজা
ধোয়ায় লোকে যাবে ঘেমে।