এই পথে পাহাড়ের
যত শুনি শনশন
মৌমাছি আড়ালের
তত বুনি মৌমন।

আহারে বায়ু দোলা
উড়ে চুল দিল খোলা
চমক সে দিতে নামে
আগুনের এক গোলা।

পুড়ে পুড়ে ছারখার
কতটা যে বারবার!
তুমি সুখ নিতে এসো
লিখে নেবো কারবার।

খেলা হবে খেলা হবে
এইখানে এই বাংলায়
দেখা যাবে কী করে
ঘাড় কার কে মটকায়?