"যার যার আঁধিয়ার
লুপ্ত করে বারবার "
এই তো বুঝি টান পড়েছে
ছিড়বে সুতোর ঘুড়ি
চিঠি এলো কান্না নিয়ে
অশ্রু মেরে তুড়ি।
মুখ লুকিয়ে লজ্জা বরণ
কেউ না বুঝুক তার
হারিয়ে গেছে পালিয়ে ভীষণ
জীর্ণ সে সংসার।
রাত বাড়েনি তার সময়ে
সময় ক্ষেপণ ফের
ভাল লাগে বড্ড বেশি
বাড়ি ফেরার জের।
চিঠির মত হয় না বলা
গুছিয়ে কথামালা
রানীর মতো সাজনা দেখে
রাজা সাজার পালা।