কুয়াশার জাল পেতে রেখে
আমাকে শোনাও কিচ্ছা
মুক্ত দেশের,
এই নিয়ে যে থেকে থেকে
শিশিরে কেঁদে সদিচ্ছা
দেখায় শেষের।
সেই উত্তর জমে জমে হিমে
ছিচকাঁদুনে জানায় কাছিমে,
শুয়ে শুয়ে দিন যায় বেলা
এই নিয়ে শেষ হবে খেলা।
আমি তার দেখি ফাঁদ পাতা
বুঝবে না এর আগা মাথা।