যাই যাই বলো কেন বসো নিয়ে ধৈর্য‍্য
বেসামাল তাল নিয়ে কাজে পুরে বর্জ‍্য
গন্ধ যে ছড়াবেই টের পেলে কর্তায়
এই ফল টেনেটুনে ঘাড়ে যদি বর্তায়?

তড়িঘড়ি মরিমরি লাভ কী বলতো?
ঠিক করি লক্ষ্য কাজ আগে চলতো।