ইছামতী পাড়ের কোনো বাঁকে
বৃষ্টি দীপা দুজন ছাতার তলে
ভিজতে দেখেই ছোট্ট পরিচয়
লজ্জা! নাতো অন্য কৌতূহলে!
অল্প কথায় নাম বিনিময় শেষ
বলতে পারার আগেই যে বাকি
টান! কিসের যেন অন্য রকম
নদীর পাড়ে তারি ছবি আঁকি?
আজকে দীপা চিঠির ভাষাহীন
আমার কথা! থাকনা পড়ে গত
তোমার মতই অন্য কোন দেশে
আমার ব্যথা অনেক পরিণত!