চাইছে সবাই যা চায়নি দুষ্টু কেহ আর,
ভুল করে কূল হারিয়ে নদী শূন্য মোহনার
পা ফেলে চুপ উড়ছে সারস দেখলে শিকারী,
আমি একা ঢিল ছুড়ে কী ভুল ভাঙতে পারি?
হলুদ মিঠে শীতের রোদে অন্য কোনো দিন,
রাঙিয়ে দেবে যার দেখা সেই লোক যেন অচিন!
অভিমান দূরের আমার পথটা করে দূর,
চোখের সামনে দেখছি অথৈ সাতশ সুমুদ্দুর!
বলছি শোনো, আগের মতো আমার মতো সেই,
কষ্ট বলে মায়ায় এমন ক্ষোভ পুষে রাখতে নেই।
এসো আবার সারস তাড়াই শিকার হয়ে নিজে,
অসম্ভবের এ ইচ্ছেটাকেই ওঠাই আন্দিজে।
দেখো চাইছে সবাই যা চায়নি অন্য দুষ্টুরা কেউ আর,
ভুল করে কূল হারিয়ে নদী শূন্য মোহনার
পা ফেলে চুপ উড়ছে সারস দেখলে শিকারী,
আমি একা ঢিল ছুড়ে কী ভুল ভাঙতে পারি?
হলুদ মিঠে শীতের রোদে অন্য কোনো দিন,
রাঙিয়ে দেবে যার দেখা সেই লোক যেন অচিন!
এই অভিমানে দূরের আমার পথটা করে দূর,
চোখের সামনে দেখছি অথৈ সাতশ সুমুদ্দুর!
শুধু তোমায় বলছি শোনো, যেনো সারস ওড়া সেই,
কষ্ট পেলে মায়ায় এমন ক্ষোভ পুষে রাখতে নেই।
চলো দুজন সারস তাড়াই একটু শিকার হয়ে নিজে,
এসো অসম্ভবের ইচ্ছেটাকেই ওঠাই সেই আন্দিজে।
বলবে লোকে দুষ্টু ছেলে খুবই বলবে লোকে রেগে?
কী যায় তাতে? বাঁচতে জীবন ভীতু পাখির দলে ভেগে?
সারস ওড়া দিনগুলো থাক জড়িয়ে শালুক ঝিল
রোদের সাথে পাখির ছায়া করুক ঝিলমিল।
মুক্ত ছন্দ ( প্রতি চরণে ১৬ মাত্রা)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে