দুঃখ কিনে বেচবো যখন
সস্তা দামে নিলামে
দুঃখ তোমার সস্তা এমন
চাইবো কত কী দামে?

কেউ চায়না মৃল‍্য বাবদ
সবাই ভাবে বড় আপদ
তুলতুলে এক জীবন ছেড়ে
কে দিতে চায় নাকে খত?