পইপই করে বলি দেখে দেন সই
খাতিরে কাঁথা ছিড়ে শেষে হইচই।
কী হবে গোল্লায় গেলে সবে ধন
ফিরে কী পাবে তা আগের মতন?
ভার ফেলে হালকা মজাটা কিসে?
জীবনটা ভরে যাবে শিশার বিষে!
জ্বলে জ্বলে পুড়বে এমন অঙ্গার
উচ্ছন্নে যাবে এই জগত সংসার।