জেনেছি যখন মনের দুয়ারে
কিসে আছে সংকোচ,
পথের দিশা ভুল হবে কী!
কোরান রক্ষা কবচ।
এ যে খুন মিছে মায়া গুণ
পাপাচারে জমকালো,
আঁধারে তুমিই নিয়ে এলে
হেরায় নতুন আলো।
পথ বানাবার পথ দেখাবার
তুমিতো মানব রবি,
আজ দুর্দিনে হৃদয়ে তোমায়
স্মরিগো বিশ্বনবী।