ঝকঝকে রোদ দেখি
হেমন্তের আকাশে,
পেঁজা পেঁজা শাদা মেঘ
ঘুরে ফিরে আসে।

সোনালী আভা জাগে
মাঠে মাঠে ধান,
কাশবনে ঘাসবনে
জাগে মায়া অফুরান।

সারাদিন ঝিকিমিকি
মেঘ মেঘ খেলা,
এই নিয়ে হেমন্তে
কেটে যায় বেলা।

সারসের ডানা ওড়ে
ফুরফুরে মন,
এই দেশে ভালবেশে
আছি সারাক্ষণ।