হাতি পুষেছিলো
কে হাতি পুষেছিলো?
খরচের লিস্টে
গিয়েছিলো পিস্টে?
লোকে যে অদৃষ্টে
ভারি দুষেছিলো?
সে হাতি পুষেছিলো
কে হাতি পুযেছিলো?
পাচারের কান্ডে
সুইজারল্যান্ডে
থাক টাকা ভর্তি
নিশ্চিত ভান্ডে!
ফতুরের তালিকায়
সরকারি ফান্ডে!
বেগমের পাড়া হয়
লোপাটের কান্ডে!
যে আছে যেখানে
হাত পাতে বাথানে
এই দেখে বলবে কে
থাম থাম বাজানে?
থাম থাম দুর্নীতি
দেশ বাঁচা আজানে।
দেশ গেলে রসাতলে
কী লাভ কৌশলে?