তোমাকে হারিয়ে ফেলার পরে...
তন্নতন্ন করে খুঁজেছি ভুল
বিস্মৃত রাত
দিন
দেখেছি এখানে পাঁচিলের এপাশে
আমার সীমানায় শুধু অক্টোপাশ জড়ানো
কুয়াশামগ্ন ঘোর-
অবিশ্বাস
ঘূণেধরা ভালবাসা,
হাতড়িয়ে মরে যেন পেতে সেই
একমুঠো রোদ্দুর ঝলমলে বিকেলের
লজ্জানত দুটি চোখ।
আশেপাশে কোথাও কেউ নেই!
কেউ নেই।
তবু কতো ভয়,
শঙ্কা আর রাজ্যের কী জানি কী হয়!
কী হয়?

তোমাকে হারিয়ে ফেলার পরে...
নিউমার্কেটে গিয়ে একদিন
ফুরসতের শুক্রবারে
দেখি শুধু তুমি
একটু দূরে, কাঁচের মতো স্বচ্ছ দেয়াল,
দেয়ালের পাশে তুমি!
সটান দাড়িয়ে একাকী যেন কোনো মডেলের ভূমিকায়!
পাগলের মতো ছুটে গিয়ে
দেখি অন্য কেউ।
সে তুমি নও।

একটু মন খারাপের পর
তাকিয়ে দেখি ফের
সিড়ি বেয়ে তরতরিয়ে তুমি
উপরে উঠে যাচ্ছো নির্ভার।
আমি বলি এই শোন,
মুহূর্তে তুমি হাওয়া!!