মুগ্ধতা চেয়ে তারে বৈরি জীবন
লুকোচুরি করে চলে রোদের গোপন।
ডেকে বলি, এসোনা ভীড়ে লুকাই
কেন তুমি এমনিতে যেন নাই নাই?
আরো যদি এ খেলা চলে অবিরত
আমি যে নেই হবো ভাবোনি অত।
আমি নেই তুমি নেই যদি এই হয়
থাকবেনা কোন আর হারানোর ভয়!
ভয় নেই ভয় নেই এই ভয়ে শেষে
চল দিন শুরু করি সেই ভালবেসে।
ভালোবাসা ভালোবাসা বৈরি জীবন
লুকোচুরি করে কে দিয়েছে সমন?