নামডাকে গুড্ডু, তেজে তেজে সার
সারাবেলা খেলে তার দিন হয় পার
এই নিয়ে টিপ্পনি কেটো নাকো ভুলে
খোঁচাখাচা দিয়ে নেবে চামড়া তুলে।
ফুস করি ফাস করি
ছোট গাঁয়ে বাস করি,
তাই বলে অবহেলা? ফেলবো ছুলে,
খোঁচাখাচা দিয়ে নেবো চামড়া তুলে।
পড়তে তো চাই আমি,স্কুলে যেতে
ইংরেজি শিখে খুব গুড বয় পেতে!
এলাটিং বেলাটিং পড়ে এই ছড়া
লেখাপড়া মজা হলে দাম খুব চড়া!!
তুমি সব লক করো
শুধু বকবক করো....
আমরা যে বন্দী, করোনার মড়া।
পড়াশোনা মজা হলে দাম খুব চড়া।