গোস‍্যা করে আর থেকোনা খোকা
বোকা
এমন করে গাল ফুলিয়ে
কেঁদে কেঁদে নালিশ নিয়ে
দুঃখ গেলো বেড়ে
মাঝখানে ইদুর ধেড়ে
করলো সাবাড় থোকা
বোকা।