অখ্যাত এক গরুর রাজা
বিখ্যাত তার শিং,
এইটুকুতেই গর্বে তিনি
করেন তিড়িং বিড়িং!

রোজই দেখি অনেক মানুষ
দেখতে আসে তারে,
বলতে গেলে এই পৃথিবীর
বিখ্যাত সে একবারে!

দেখতে সে এক রাজার মতন
রোজ পাল্টে ভোল,
উল্টো যে তার মুখের কথন
বাঁধায় গন্ডগোল।