আধেক তোমার আধেক আমার
বাকি থাকুক মনে,
কানে কানে সে খবরে
গল্প কে যে বোনে!

গল্প রটে কেমন মনে
চুপি চুপি সঙ্গোপনে